বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে পাতারহাট বন্দরের মাদ্রাসা রোড, চোর হোগলা টেম্পু স্ট্যান্ড এবং স্টিমারঘাট এলাকায় এই হামলায় বিএনপি’র অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৬ জনকে মেহেন্দীগঞ্জের চরএককরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কানন তালুকদার, মেহেন্দীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ পোদ্দার, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান মাঝি, জাঙ্গালিয় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান গাজি, সাধারণ সম্পাদক সবুজ মিয়া এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ইউনিয়ন বিএনপি নেতা কানন তালুকদারের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ -ভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর নেতৃত্বে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মী হকিস্টিক, রড এবং লাঠি সোটা নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।
উত্তর জেলা বিএনপির দফতর সম্পাদক নুরুল আলম রাজু জানান, জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বৃহস্পতিবার মেহেন্দীগঞ্জে যান। এসময় তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছিলেন। আকস্মিক পাতারহাটের মাদ্রাসা রোড, চোর হোগলা টেম্পু স্ট্যান্ড এবং স্টিমারঘাট এলাকায় আওয়ামী লীগ নেতা ভুলুর নেতৃত্বে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মী হকিস্টিক, রড এবং লাঠি সোটা নিয়ে মেজবাউদ্দিন ফরহাদের গণসংযোগে হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাগ্যক্রমে মেজবাউদ্দিন প্রাণে বেঁচে যায়। হামলার ঘটনা পুলিশকে তাৎক্ষণিক জানানো হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বিএনপি নেতা রাজু।
অভিযোগের বিষয়ে মেহেন্দীঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলুর মুঠোফোনে একাধিকবার ডায়াল করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নারী কণ্ঠের একজন ফোন ধরে বলেছেন, তিনি (ভুলু) বাড়িতে নেই।
মেহেন্দীগঞ্জ থানার ওসি শাহিন খান জানান, হামলার বিষয়ে তাদের কাছে কোন খবর নেই। কেউ লিখিত অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা