বঙ্গোপসাগরে সুন্দরবনের হিরণপয়েন্ট উপকূলবর্তী এলাকায় ১০ ঘণ্টা পর ভাসমান থাকার পর ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হিরণপয়েন্ট উপকূলে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলেসহ একটি ফিশিং ট্রলার সাগরে ডুবে যায়। বৃহস্পতিবার বিকালে জেলেদের উদ্ধার করা হয়।
উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপর একটি ফিশিং ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় ওই জেলেদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির কোন সন্ধান পাওয়া যায়নি।
জেলেদের উদ্ধারকারী ট্রলারের মাঝি হানিফের বরাদ দিয়ে মৎস্যজীবী এই নেতা আরও জানান, ডুবে যাওয়া ফিশিং ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা গ্রামের মো. মানিক। উদ্ধারকৃত জেলেদের বরগুনার পাথরঘাটায় তাদের নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা