পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে গেছেন স্বামী শামিম হোসেন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রী নিশির লাশ ফেলে রেখে দৌড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে স্বামী শামীম হোসেন।
জানা যায়, প্রায় দেড় বছর আগে ঈশ্বরদীর বড়ইচারা গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিশাত ইসলাম নিশির (২২) সঙ্গে জয়নগর হাজিপাড়া শফিকুল ইসলাম সরদারের ছেলে শামীম হোসেনের বিয়ে হয়।
নিশির মা রোজিনা খাতুন বলেন, বিয়ের পর থেকে তার জামাই শামীম বিভিন্ন সময় নিশিকে বেদম মারধর করতেন। ঈদের দিন বিকেলে বিকালে বাবার বাড়ি থেকে নিশিকে জোরপূর্বক তাকে নিয়ে যায় শামীম। বৃহস্পতিবার নিশিকে মেরে লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায় ঘাতক শামিম।
এ ব্যাপারে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথাকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘটনা আমি শুনেছি, তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন