নেতাকর্মীদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীলকারীদের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করে স্থিতিশীল করার কারণে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির কারণে বিশ্বের অনেক উন্নতদেশ বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী। সামনে নির্বাচনকে ঘিরে কেউ ষড়যন্ত্র করলে জনগণকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
উপমন্ত্রী তার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশনে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ুর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা ও ভবিষ্যত প্রজন্মকে বাসযোগ্য নির্মল পরিবেশে বসবাস, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে তিনি বিভিন্ন এলাকায় নির্মাণাধীন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা