ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শামছুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি উপজেলার নারিকেলতলা গ্রামে। আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফুলপুর-শেরপুর রোডের সাহাপুর নামক স্থানে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘন্টাব্যাপী উভয় পাশের যানবাহন আটকে থাকে। পরে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ, এসআই বদিউর রহমান ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারপর বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। থানা থেকে লাশ বাড়িতে নিয়ে গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জোহরের নামাজের পর তার নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/ ২৪ আগস্ট ২০১৮/ ওয়াসিফ