দিনাপুজর জেলার চিরিরবন্দরে রংপুর মহানগরীর সাবেক শিবির সভাপতি রাজিবুর রহমান পলাশকে আটক করেছে পুলিশ।
আটক পলাশ দিনাজপুরের চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউনিয়নের পাইকাড় পাড়ার আব্দুস সামাদের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে তেঁতুলিয়া মাঝাপাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
রাজিবুর রহমান ওরফে রাকিবুর রহমান ওরফে পলাশ রংপুর মহানগরী সাবেক শিবির সভাপতি ও রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা কর্মকান্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশ তাকে আটক করলে অপর সহযোগিরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১০টি ককটেল, ১টি হাঁসুয়া, ১০টি রড, ১৬ টি বাঁশের লাঠি, ৬ টি ইসলামী জিহাদি বই উদ্ধার করা হয়। তার নামে রংপুর কোতয়ালী, পীরগাছা ও চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আটকের ঘটনায় গতকাল শুক্রবার চিরিরবন্দর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৫।
তিনি আরও জানান, সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে এলএলবি পড়াশোনা করছে। সে ২০১৭ সাল পর্যন্ত রংপুর মহানগরীর শিবির সভাপতির দায়িত্ব পালন করে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান