হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবক সম্মাননা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ নওশাদ কমিউনিটি সেন্টারে ইউসাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এ ওয়াহাব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল মোমিন, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম, ইউসাসের প্রধান উপদেষ্টা আনোয়ার ফারুক তালুকদার শামীম, আশা ইন্টারন্যাশনাল তাঞ্জানিয়ার সিইও এবং কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহ নেওয়াজ ও পৌর মেয়র ছালেক মিয়া প্রমুখ।

হোসাইন আহমেদ তোফায়েলের সভাপতিত্বে ও কাজী সাজিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বশির আহমেদ, ডা. আব্দুল মুতালিব, মো. আব্দুল মজিদ, কামাল উদ্দিন। এছাড়াও শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সম্মাননা ও ২০১৮-১৯ বর্ষের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন কাজী সাজিম আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুরুজ্জামান পাভেল।
বিডি-প্রতিদিন/ ই-জাহান