নেত্রকোনা শহরের বারহাট্টা রুট সড়কে বাসের ধাক্কায় সুদীপ সূত্রধর (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরুহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুদীপ জেলা সদরের ঠাকুরাকোণা ইউনিয়নের আসদহাটি গ্রামের মৃত বঙ্কিম সূত্র ধরের ছেলে।
সুদীপের পরিবার সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুদীপ। পথে গরুহাট্টা এলাকায় নৈশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ আগষ্ট ২০১৮/হিমেল