পাবনার চাটমোহরে চলনবিলে ঘুরতে এসে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শাহনাজ পারভীন পারুল নামে আরও এক নারীর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। শনিবার বেলা পৌনে ১১টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবিতে ৫ জন নিখোঁজের পর ওইদিন দিবাগত গভীর রাতে নৌকার ভেতর থেকে শিউলী খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর শনিবার পারুলের লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।
শিউলী খাতুন ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল বিল্লাল গণির স্ত্রী। নিখোঁজ তিনজনের মধ্যে আবদুল বিল্লাল গণিও রয়েছেন। অন্য দুইজন হলেন স্বপন হোসেন, তার মেয়ে সাদিয়া খাতুন। তাদের উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা।
প্রসঙ্গত, শুক্রবার ছুটির দিনে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা ও কুষ্টিয়া উপজেলা থেকে আসা তাদের কয়েকজন বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা সকালে চলনবিল ভ্রমণে যান। পরে ফেরার পথে সন্ধ্যা ৭টায় হান্ডিয়ালের পাইকপাড়া নামকস্থানে নৌকাটি উল্টে গেলে স্থানীয়রা ১৭ জনকে উদ্ধার করতে পারলেও নৌকাসহ পানিতে তলিয়ে যায় ৫ জন।
বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব