আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সূবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে স্থানীয় ক্লাব সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী হাসিব হোসেন, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জাকির হোসেন পিংকু, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন