কুষ্টিয়ায় বিএনপি ও জামায়াতের ৫৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে ৬২টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চলে।
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, অভিযানে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ১২ জন, কুমারখালীতে ১১ জন, দৌলতপুরে ১৪ জন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ১১ জন, মিরপুরে ৪ জন, ভেড়ামারায় ৪ জন ও খোকসা থানার পুলিশ ২ জনকে আটক করে। এর মধ্যে কুষ্টিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মহিউদ্দীন চৌধুরী মিলন ও কুমারখালীর এক ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ ছয় শুরা সদস্য রয়েছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে বিভিন্ন থানায় সাতটি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ১৪৩ জনকে। অজ্ঞাত আসামিও রয়েছে। আটক ব্যক্তিদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের পাঠানো হচ্ছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন অভিযোগ করে বলেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে এই সরকার গণতন্ত্র বিরোধী। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের আটক করছে। যাতে আমরা মাঠে নামতে সাহস না পাই। তবে সব বাধা মোকাবিলা করে মাঠে নেমে বেগম খালেদা জিয়াকে বের করে মাঠে নামা হবে।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল