নাটোরে বিএনপি'র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ। আজ সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মসূচি পালনকালে পুলিশ বাঁধা দেয়।
শুরুতে দলের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ শুরু করলে পুলিশ সমাবেশে বাধা দেয়। পুলিশের বাধার মুখে তারা আলোচনা সভা না করেই স্থান ত্যাগ করেন।
পরে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপির নাটোর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
এছাড়া নাটোরের সিংড়ায় পুলিশের বাধা ভেঙে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার খবর পাওয়া গেছে।অন্যদিকে জেলার নলডাঙ্গা,বড়াইগ্রাম,লালপুর ও বাগাতিপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল