বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণকারী শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৯টায় ৬১নং শৌলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগন বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেন।
গত ২৭ আগষ্ট কোচিং সেন্টারে পাঠদানের সময় ৫ম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে তার সাথে জোরপূর্বক অসৌজন্যমূলক ও অশ্লীল আচরণ করেন সহকারি শিক্ষক দেবব্রত সমদ্দার। এ ঘটনায় ছাত্রীর পিতা বড় হরিপুর গ্রামের জাহাঙ্গীর মাঝি সেই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৪২।
এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, সহকারি শিক্ষক দেবব্রত সমদ্দারের বিচার চেয়ে বিদ্যালয় চত্বরের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে বলে শুনেছি। সেই শিক্ষক অননুমোদিতভাবে ছুটিতে আছেন বলেও প্রধান শিক্ষক জানান।
থানার ওসি কে.এম আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার আসামি দেবব্রত সমদ্দার পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার বলেন, দেবব্রত সমদ্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। থানায় মামলা দায়ের হয়েছে। গত ২৭ আগষ্ট থেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলছে।
এ সম্পর্কে জানার জন্য শিক্ষক দেবব্রত সমদ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর