দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় ফেরেজা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে হাকিমপুর-জয়পুরহাট সড়কের হিলি’র হিরামতি সিনেমা হলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফেরেজা বেগম (৩০) দীর্ঘদিন ধরে হিলি’র চুড়িপট্টি এলাকায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ফেরেজা নামের এক নারী হিরামতি সিনেমা হলের সামনের রাস্তাদিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই সেই নারীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর