আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলা হিরাডাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। আহতদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ মধ্যে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দু’গ্রপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন ও উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজার সমর্থকদের মধ্যে তর্কবির্তক হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু' গ্রুপের ২০ জন আহত হয়। আকস্মিকভাবে হামলা চালিয়ে ১০টি বাড়ঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, হিরাডাঙ্গা গ্রামে আওয়ামী লীগ ও যুব লীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। কিছু বাড়িও ভাংচুর হয়েছে। আমরা নিয়ন্ত্রন করার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর