তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "বঙ্গবন্ধু যেভাবে দেশকে এগিয়ে নিয়েছিলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধে নের্তৃত্বের সুযোগ দিয়েছিলেন ঠিক সেভাবে আজ তার কন্যা দেশনেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে বেঝে নিয়েছেন।"
ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্তদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘জয় বাংলা’ শব্দটি দেশের প্রতিটি অর্জনের সাথে ঘনিষ্টভাবে জড়িত। বঙ্গবন্ধুর আহবানে জয় বাংলা শ্লোগান নিয়ে ছাত্র, জনতা থেকে শুরু করে প্রতিটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দেশকে স্বাধীন করেছিল। মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ইয়াং বাংলা প্লাটফর্মের যাত্রা শুরু।
ঝিনাইদহ পৌরসভা ও কথন সাংস্কৃতিক সংসদের আয়োজনে পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়তে ঝিনাইদহ ইতোমধ্যেই বাংলাদেশে একটি মডেল হিসাবে তুলে ধরেছে। পরবর্তিতে মন্ত্রনালয়সহ ইয়াং বাংলার পক্ষ থেকে জেলার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরে আলোচনা সভা শেষে সারা বাংলাদেশে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল বাংলাদেশ গড়া সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভুমিকার জন্য ৮৯ জন তরুনকে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর