প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে ব্যাপক শোডাউন করেছে বিএনপি। শনিবার বিকেলে জেলা শহর মাইজদীতে ২০১৪ সালের ৫ জানুয়ারির পর সর্ববৃহৎ কর্মসূচি পালন করে দলটি।
শনিবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৫ হাজার নেতাকর্মী সমবেত হয়। এর আগে শহরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় কত্তব্য রাখেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, মাহবুব আলমগীর আলো, ভিপি জসিম, সেনবাগ উপজেলা চেযারম্যান আবুল কালাম, সোনাইমুড়ি উপজেলা চেযারম্যান আনোযারুল হক কামাল, সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাবের আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর আলী দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, শাহনাজ পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দাবী করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান