সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। শনিবার দুপুরে সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, ভিপি সাইফুল ডায়াবেটিস ও লো প্রেসারে ভুগছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন।
বগুড়া শহরের মফিজ পাগলার মোড়স্থ ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল জানান, দুপুর ২টার সময় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত