নোয়াখালী জেলার হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে।
শনিবার দুপুর ১২ টার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ২ নং চানন্দী ইউনিয়নের স্থানীয় থানার বাজারে আহত ডাঃ ইউছুফের মালিকানাধীন মনোয়ারা ফার্মেসির ভিতরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
আহত ডা. ইউছুফ ২ নং চানন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আর্দশ গ্রামের হাজি জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি। এছাড়াও বেসরকারি এনজিও পল্লী সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি।
তিনি স্থানীয় আ. লীগের একজন সক্রিয় নেতা বলে জানায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মদ।
স্থানীয় লোকজন জানায়, ডাঃ ইউছুফ দুপুর ১২টার সময় থানার হাট বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে তার মালিকানাধীন এনজিওর মাঠকর্মীকে নিয়ে কাজ করছিলো। এসময় রাজনৈতিক কারণে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী বেলাল বাহিনীর প্রধান বেলাল মাঝির নেতৃতে, ইউনুছ সহ ৭/৮ জন অপরাপর সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে দেশীয় অস্ত্র লোহার রড, চাপাতি, বগিদা ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় চালিয়ে ভাঙচুর করে ডয়ারে থাকা নগদ অর্থ নিয়ে যায়। এ সময় আহতের চিৎকার শুনে চারপাশ থেকে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। আহত ডাঃ ইউছুপকে পরে স্থানীয়রা নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান শিকদার জানান, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আহতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি-প্রতিদিন/ ই-জাহান