বাগেরহাটের মোংলায় ইয়াবাসহ হুমায়ুন কবির পলাশ (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবলীগ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার সকালে মোংলা বন্দরের দিগরাজ থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে করাগারে পাঠিয়েছে আদালত।
বাগেরহাট জেলা ডিবি পুলিশ’র পরিদর্শক মো. মঈনুল ইসলাম জানান, মোংলা বন্দরের দিগরাজ থেকে শনিবার সকালে ১২ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের একটি দল চিহ্নিত মাদক ব্যবসায়ী হুমায়ন কবির পলাশকে (২৮) আটক করে। আটক পলাশ মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোংলা বন্দর ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর মো. শফিকুর রহমান সাদ্দামের ছেলে।
পলাশ স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী বলেও জানান স্থানীয়রা। ইয়াবাসহ আটক যুবলীগ কর্মী পলাশের বিরুদ্ধে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। বিগত ৫ মাস আগে ৩শ ৫০ পিচ ইয়াবাসহ পলাশকে আটক করেছিল ডিবি পুলিশ। এরপর জেল থেকে ছাড়া পেয়ে আবারো মাদক বেচা-কেনা শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আবারো আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান