নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় শিহাবউদ্দিন আলিফ (৫) নামে এক শিশুকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ঘাতক প্রতিবেশী অহিদ।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টে আফতাবুজ্জামানের আদালতে ঘাতক অহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।
ঘাতক অহিদ আদালতকে জানায়, সে পেশায় রাজমিস্ত্রি। তার অর্থের প্রয়োজন ছিল বিধায় সে আলিফকে অপহরণ করেছিল। কিন্তু পরে জানাজানি হওয়ার ভয়ে সে আলিফকে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে পালিয়ে গিয়েছিল।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই অজয় কুমার পাল জানান, শুক্রবার রাতে অহিদকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।
উল্লেখ্য গত ১৬ আগস্ট বিকেলে শহরের জল্লারপাড় আমহাট্টা এলাকার নান্নু মিয়ার বাড়ির অহিদ ও সমরাট ওরফে রিপন নামের দুইজনের ভাড়া ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশু আলিফের লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাবা সৌদি প্রবাসী আলমগীর হোসেন বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে প্রতিবেশী অহিদ ও রিপন ওরফে সম্রাটকে আসামি করা হয়েছিল। এর মধ্যে রিপন লাশ উদ্ধারের রাতেই গ্রেফতারের পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান