মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার তিন আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর গোয়েন্দা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি ফায়েকুজ্জামান জানান, শিবচর উপজেলার মুন্সিরহাট এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে নুর হোসেন ও চান্দু শেখের ছেলে দেলোয়ার হোসেন একাধিক ডাকাতি মামলার আসামি। তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালায়। এসময় তাদের আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে থাকা অস্ত্র সালাউদ্দিন নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সেই তথ্য মোতাবেক অভিযান চালিয়ে সালাউদ্দিনকে একটি কাটা রাইফেল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। আটককৃত সালাউদ্দিন শিবচরের কাঠালবাড়ি এলাকার খালেক হাওলাদারের ছেলে। এব্যপারের শিবচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান