কক্সবাজারের টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে আমবাগানে রাখালরা গরু চড়াতে গেলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া কোনাপাড়ার এলাকার মৃত মীর কাশেমের ছেলে আয়াত উল্লাহর (২৯) মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক সজীবের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার