গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠানে খাবার বিতরণে চরম বিশৃঙ্খলা দেখা গেছে। এ সময় খাবার নিতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ১০ জন আহত হন। অনেকে খাবার না পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে মেয়র মো. জাহাঙ্গীর আলমের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাবার বিতরণ শুরু হলে সেখানে বিশৃঙ্খলা শুরু হয়। অংশগ্রহণকারী অনেকে খাবার নিয়ে কাড়াকাড়ি ও হট্টগোল সৃষ্টি করলে হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, অভিষেক অনুষ্ঠানে ৩২ হাজার লোকের খাবারের আয়োজন করা হয়।
এদিকে, এ অনুষ্ঠানকে সফল করতে জয়দেবপুর রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়, রানী বিলাসমনি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/ওয়াসিফ/মাহবুব