চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দত্তনগর সড়কে দুর্ঘটনায় এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এলাকাবাসী রাস্তার ওপর বাকপ্রতিবন্ধী ব্যক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমার জানান, নাম না-জানা মস্তিষ্ক বিকৃত বাকপ্রতিবন্ধী লোকটি দত্তনগর সড়কে একটি পরিত্যাক্ত ঘরে বসবাস করতো। সকালে রাস্তার ওপর তার লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, রাতে কোনো সময় রাস্তা পার হতে গিয়ে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার