বাইক চালকের হেলমেট না থাকলে মোটরসাইকেলে পেট্রোল না দেয়ার বিষয়ে পুলিশের আহ্বানে সাড়া দিয়েছেন দিনাজপুরের পেট্রোল পাম্প মালিকরা। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে, গত সোমবার দিবাগত রাত ৯ টায় কোতয়ালী থানায় দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকে এ বিষেয় একমত পোষণ করা হয়।
খোলা বাজারে তেল বিক্রি বন্ধ ও মোটরসাইকেল ক্রয়ের সময় বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে চালক ও পাম্প কর্মচারীদের সচেতনতা বাড়াতে ব্যানার, পোস্টার বিতরণের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় ওই বৈঠকে। ব্যানার-পোস্টার বিভিন্ন পাম্পে বুধবার থেকে দেখা যাবে বলে পুলিশ জানায়।
ওই সভায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার বলেন, সড়ক-মহাসড়ক ছাড়াও আঞ্চলিক সড়কেও এখন অহরহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। বাইক চালকের মাথায় হেলমেট না থাকার কারণে বেশী ক্ষতি হচ্ছে। হেলমেট থাকলে ক্ষতি কমে আসবে। দুর্ঘটনা ঘটলেও মৃত্যুর হার কমে আসবে। তাই মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট ছাড়া পেট্রোল না দিতে পাম্প মালিকদের চিঠি দেয়াসহ ব্যানার, পোস্টার বিতরণ করা হচ্ছে।
এবিষয়ে দিনাজপুর পেট্রল পাম্প মালিকরা জানায়, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে মাথায় হেলমেট না থাকলে মোটরসাইকেলে পেট্রোল না দেয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পেট্রোল নিতে মোটরসাইকেল চালকদের পাম্পে আসতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার প্রতিটি পাম্প মালিক ও কর্মচারীদের নিয়ে সেমিনার এবং চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও তারা জানিয়েছেন।
সভায় দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদওয়ানুর রহিম, ওসি তদন্ত এম নাজমুল হাসানসহ বিভিন্ন পেট্রোল পাম্প মালিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব