চুয়াডাঙ্গা ও জীবননগরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকালে ও দুপুরে এই দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার হাসান আলীর ছেলে তাহমিন আলী (৮) ও জীবননগর কোর্টপাড়ার আবু তাহের রনির ছেলে রায়হান আলী (৪)।
নিহতদ্বয়ের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে মায়ের সাথে গোছল করতে গিয়ে পানিতে ডুবে যায় মারা যায় শিশু তাহমিন। অন্যদিকে, দুপুরে জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায় শিশু রায়হান।
দু'জনকেই উদ্ধারের পর নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে পরিবারের লোকজন মৃত্যুর বিষয় নিশ্চিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার