চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল গেইট এলাকা থেকে গোলাম রহমান (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোলাম রহমান দামুড়হুদার মদনা গ্রামের মৃত নিমচাদ মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলগেইটের পাশের একটি গর্ত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বড় ছেলে হযরত আলী লাশ তার পিতার বলে শনাক্ত করে। কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়া পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করেছে।
জানা গেছে, বৃদ্ধ গোলাম রহমান মাঠে মাঠে খড় সংগ্রহ করে বাড়ুন তৈরি করে নিজ গ্রামে বিক্রি করতো। মঙ্গলবারও খড় কাটার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। ধারণা করা হচ্ছে দীর্ঘ পথ এসে খড় কাটার কোন এক সময় গরমে স্ট্রোক করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান