খাগড়াছড়ির চাঞ্চ্যল্যকর দীঘিনালায় পুনাতি ত্রিপুরা হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার জেএসএস-এমএন লারমা গ্রুপ সমর্থিত যুব সমিতির সদস্য বরেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুর্শেদ আলমের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা ও দীঘিনালা থানার ওসি আব্দুস সামাদের ৭ দিন রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, পুনাতি ত্রিপুরা হত্যাকাণ্ডের মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনের জানানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ জানান, পুনাতি হত্যা মামলায় জেএসএস(এমএন লারমা) সমর্থিত যুব সমিতির সদস্য বরেন্দ্র ত্রিপুরা ওরফে শান্তের সম্পৃক্ত থাকার তথ্য পেয়ে গত ১ সেপ্টেম্বর দীঘিনালার লারমা স্কোয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক মুর্শেদ আলম মঙ্গলবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেডিকেল রিপোর্ট পুলিশের হাতে এসেছে। তবে সেখানে পুনাতি ত্রিপুরাকে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। তাকে যৌন নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
মেডিকেল রিপোর্ট প্রদানকারী ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, পুনাতি ত্রিপুরার ময়নাতদন্তের পর আলামত পরীক্ষা নিরীক্ষা করে পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন প্রদান করা হয়েছে। পুলিশের তদন্তাধীন বিষয়ে পুলিশ বিস্তারিত বলবে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল ত্রিপুরা পল্লীতে নির্মমভাবে হত্যা করা হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী পুনাতি ত্রিপুরাকে। এ ঘটনায় নিহতের মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে গত ২৯ জুলাই রাতে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বরেন্দ্র ত্রিপুরাসহ ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গ্রেফতারকৃত শান্ত খাগড়াছড়ি সদর থানায় এক হত্যা মামলার এজহারভুক্ত আসামী।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব