চলন্ত ট্রাকের ধাক্কায় রিক্সারোহী সত্তোরোর্ধ বৃদ্ধা শেফালি বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক নুরুল ইসলামকে(৫০) আটক করেছে পুলিশ। নিহত শেফালী বেগম শহরের পশ্চিম মাসদাইর খেয়াঘাট এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
শেফালী বেগমের ছেলে জাকির হোসেন জানান, মাসদাইরের বাসা হতে সকাল সাড়ে ১১টায় খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাওয়ার পথে চাষাঢ়া রেল স্টেশনের সামনে পিছন থেকে দ্রুত গতিতে বেপোয়ারা একটি ট্রাক রিকশাকে ধাক্কায় দেয়। ওইসময় পরে গিয়ে আহত শেফালী বেগম। স্থানীয়রা উদ্ধার করে ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার