নেত্রকোনার দুর্গাপুরে ভুল চিকিৎসায় মুমিনা নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপেক্স মোড়ে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মুমিনার স্বামী হানিফ বাদী হয়ে রাতেই ওই চিকিৎসক ডা. মো. নজরুল ইসলামকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ধোবাউড়ার গাছুয়াপাড়া গ্রাামের মুমিনা খাতুন (১৮) ১৩ দিন পূর্বে ছেলে সন্তান প্রসব করেন। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন মুমিনা।
গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসার পর অবস্থার অবণতি হলে সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ময়মনসিংহ পাঠানোর নির্দেশ দেন। পরে স্বজনরা স্থানীয় এক দালালের পরামর্শে রোগীকে ময়মনসিংহ না নিয়ে হাসপাতাল মোড়ের তাহামিনা প্যাথলজি স্থানীয় ডাক্তার মো. নজরুল ইসলামকে দেখায়। মো: নজরুল ইসলাম রোগী সম্পূণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে রোগী শরারে CEFTRON ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পর রোগীর কোন সাড়া শব্দ না দেখে স্বজনরা কান্না শুরু করে। কান্না শুনে স্থানীরা এগিয়ে এলে ডাক্তার পালিয়ে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার সার্কেল অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার