'জমি আছে কিন্তু ঘর নাই' এ ধরনের দিনাজপুরের বোচাগঞ্জে ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ‘‘আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধায়নে ছাতইল ইউনিয়ন পরিষদ ক্যাম্পাস থেকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফখরুল হাসান।
জানা যায়, বোচাগঞ্জে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৬টি ইউনিয়নে ১৯৯টি পরিবারকে একটি করে গৃহ নির্মাণ করে দেবে সরকার। আজ গৃহ নির্মাণ সামগ্রী বিতরণের সময় ছিলেন বোচাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল ইসলাম (অঃ দাঃ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ছাতইল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু তারিনী কান্ত রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল