ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবার তাদের প্রেমের বিষয়টি না মেনে নেওয়ার কারণেই এ আত্মহত্যার কারণ বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার নাওগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে ওমর ফারুক পলাশের সঙ্গে প্রতিবেশী রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের প্রবাসী নূরুল ইসলামের মেয়ে আরিফা খাতুনের সম্পর্ক চলছিল। ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় মঙ্গলবার ভোরে পলাশ নিজ ঘরে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এঘটনা শুনে আরিফা খাতুন একই কায়দায় বেলা ১১টার ওড়না দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে আরিফা তার হাতে লিখে যায়, পলাশ- ‘বাঁচলেও এক সাথে, মরলেও এক সাথে।’ এ লেখা নিয়ে প্রেমের বিষয়টি প্রকাশ পায়।
নিহত পলাশ এবং আরিফা দুজনেই পলাশীহাটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তবে ছেলে পাশ করলেও মেয়েটি ফেল করে।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ওসি শেখ কবিরুল ইসলাম।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল