বগুড়ার সোনাতলা উপজেলায় বসতবাড়িতে গাঁজা চাষ করার অভিযোগে একটি গাঁজা গাছসহ মুকুল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মধ্যপাড়া গ্রামের ইছার আলী ফকিরের ছেলে। সোমবার রাতে তার বাড়ির পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বগুড়ার সোনাতলা থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বাড়ির পাশে লাগানো গাঁজা গাছ উদ্ধার করে মুকুল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার বাবা ইছার আলী ফকির পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার মুকুল হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল