ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দের (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগে বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নারী-পুরুষ। এ কারণে মঙ্গলবার প্রায় ২ ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ জনতা বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় অবরোধের চেষ্টা করলে শোলক ইউপি চেয়ারম্যান তাদের নিবৃত্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়ক অবরোধে ব্যর্থ হয়ে বিক্ষুদ্ধ জনতা জল্লার কারফা বটতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে। বেলা ১টার দিকে জনতা কিছু সময়ের জন্য ধামুরা-কুড়ালিয়া সড়ক অবরোধ করেন। এ সময় বক্তৃতা করেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল ইসলাম রাব্বি, মামুন শাহ, নান্নু সিকদার, লুৎফর রহমান টিটু ও সুভাষ রায় প্রমুখ।
উল্লেখ্য, জল্লা ইউপি চেয়ারম্যন বিশ্বজিৎ হালদার নান্টু ঈদের আগে বিশেষ বরাদ্দের ভিজিএফ’র চাল বিতরণ না করে গোডাউনে মজুদ করে রাখেন। গত ২৮ আগস্ট পাচারের সময় স্থানীয় জনতা ৭ বস্তা চাল আটক করে। পরে উপজেলা প্রশাসন গোডাউনে অভিযান চালিয়ে আরও ৩৮ বস্তা চাল জব্দ করে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বাহেরঘাট গ্রামের বাসিন্দা এরশাদ হাওলাদার। আদালত অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/০৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব