টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হানিফ মিন্টু (৪৩) নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কীর্ত্তণখোলা বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ মিন্টু উপজেলার ছলংগা গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ও বহুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর থেকে নিজের বাড়িতে ফেরার পথে কীর্ত্তণখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি’র সাথে সংঘর্ষ হয় আবু হানিফ মিন্টুর। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবণতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম