কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কেরুনতলী চাকমারকূল রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডে ১৪টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চাকমারকূল রোহিঙ্গা বস্তির ১নং টিলায় অবস্থানরত ৩নং ঘর হতে হঠাৎ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। প্রতিটি ঘরে দু’টি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতো।
বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৮/তাফসীর/মাহবুব