ফেনীতে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সুমন ওরফে লাল সুমন (৩৫) ও কবির হোসেন (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি তারা মাদক ব্যবসায়ী।
বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এবং মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর কবিরাজ পুকুরপাড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৭ ফেনীর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার ভোরে সদর উপজেলার লেমুয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাব-৭ এর টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চাঁদপুরের শাহরাস্তি থানার ইছাপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের সুলতানপুর এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মাদু মিয়া প্রকাশ মানু মিয়ার ছেলে লাল সুমন (৩২) নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান, গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত লাল সুমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত