নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে গ্রাম উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. হাবিবুর রহমান, শিক্ষিকা সুমাইয়া শিমু, গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক বিপ্লব কুমার মালো। অনুষ্ঠানে নিরাপদ সড়কের দাবিতে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের সচেতন হবার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর ২০১৮/হিমেল