ময়মনসিংহের ফুলপুরে আজ বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিলা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে কাপড় পরিষ্কার করতে গিয়ে মর্টারের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জামিলা। পরে পরিবারের লোকজন তাকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুপুর ১টা ২০ মিনিটের সময় কর্তব্যরত ডাক্তার জামিলাকে মৃত ঘোষণা করেন। জামিলার বাড়ি উপজেলার রূপসী ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে। তার স্বামীর নাম বিল্লাল হোসেন।
বিডি প্রতিদিন/ফারজানা