রাঙামাটিতে সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।
এসময় রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক কে এম মামুনুর রশীদ বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে বসে থাকার সময় নেই। সবকিছু এখন ডিজিটাল। হাতের নাগালে মানুষ সবকিছু খুঁচ্ছে পাচ্ছে। সরকারি-বেরসকারি সকল কাজ এখন অনলাইনে করা হচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের এ যুগে পিছনে ফিরে থাকার কোন সুযোগ নেই। তাই রাঙামাটি সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের পর অনলাইন বিষয়ে সকল কার্যক্রম সর্ম্পকে ধারণা লাভ করতে পারবে বিভিন্ন সরকারি কর্মকর্তারা। দিনব্যাপী এ কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার