চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে ৫ হাজার জোড়া সিটিগোল্ডের কানের দুল জব্দ করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এ দুল জব্দ করা হয়। জব্দ দুলের মূল্য সাত লাখ ৫০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আইসিপির (আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) টহল কমান্ডার হাবিলদার শওকত আলীর নেতৃত্বে আইসিপি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার জোড়া সিটিগোল্ডের কানের দুল উদ্ধার করে অভিযানিক দল। জব্দ দুল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম