ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকেলে আটক রোহিঙ্গাদের মধ্যে ৪ নারী, ৪ পুরুষ ও ১০ জন শিশু রয়েছে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় বেনাপোল গামী একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন