বরিশালের মুলাদী উপজেলায় সাপের কামড়ে ইলিয়াস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইলিয়াস হোসেন পৌর সদরের চরডিক্রী গ্রামের দেলোয়ার হোসেন সিকদারের ছেলে।
ইলিয়াসের স্বজনরা জানান, গতকাল সকাল ৮টার দিকে ইলিয়াস পাশ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে ইলিয়াস ঘাস নিয়ে বাড়ি ফিরে ঘরের লোকজনদের জানায় তার হাতে সাপে কামড় দিয়েছে। এসময় স্বজনরা তাকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষধর সাপের কামড়ে ইলিয়াসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর