দীর্ঘ ১৪ বছর পর '২১ আগস্ট গ্রেনেড হামলা' মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের দু'গ্রুপের আলাদা আলাদা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রায় প্রকাশের পর দুপুরে এক গ্রুপ শহর প্রদক্ষিণ শেষে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এসে সমাবেশের আয়োজন করে।এই গ্রুপের নেতৃত্ব দেন সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
অপরদিকে রায়কে কেন্দ্র করে অপর গ্রুপ শহরের খরমপুর মোড়স্থ আওয়ামী লীগের একাংশের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা আরেকটি আনন্দ মিছিল বের করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর সরকারি কলেজ গেইটে এক পথসভার আয়োজন করে।এখানে নেতৃত্ব দেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার