ভালুকায় চলতি রুপা আমন মেসৈুমে ধান ক্ষেতের পোকা মাকড়ের উপস্থিতি নিরুপণ ও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য জমিতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার ৩৪টি ব্লকে একযোগে ওই আলোকা ফাঁদ স্থাপন করা হয়।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসাদুল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় ওই অঞ্চলের মোট ১১৮৪টি ব্লকে একযোগে ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা কৃষি আফিসার সঞ্জয় কুমার পাল হবিরবাড়ি ব্লকের পাখিরচালা এলাকায় আলোক ফাঁদ স্থাপন করেন। এসময় হবিরবাড়ি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামসহ এলাকার কৃষকরাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি আফিসার সঞ্জয় কুমার পাল জানান, এবছর উপজেলায় ১৯৭০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এবং আমরা বাম্পার ফলনের আশা করছি। সবকিছু ঠিক থাকলে এবার আমাদের লক্ষমাত্রা উৎপাদনও ছাড়িয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার