স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশই একমাত্র ধর্মীয় সম্প্রীতির দেশ। যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বর্তমান সরকার এদেশে সবার জন্য সমান সুযোগ করে দিয়েছে। আর তাই এ সরকারকে আবার ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে।
শনিবার দুপুরে মন্ত্রীর ফরিদপুরের আফসানা মঞ্জিলে আয়োজিত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক মো. এরাদুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সরকারী বেসরকারী উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফরিদপুর সদর উপজেলার ১৮৬টি দুর্গা মন্দিরে ৫০০ কেজি চাউল এবং নগদ অর্থ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল