সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে ৬ দিনে যমুনা নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ৬৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যজিষ্ট্রেট আনিছুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌহালীর ঘোড়জান ইউনিয়নের আবু হানিফ, চাঁন মিয়া, খাষপুখুরিয়া ইউনিয়েনের গোলাম মোস্তফা, শামছুল ইসলাম, স্থল ইউনিয়নের সোহেল রানা, রতন মিয়া, মালেক জিন্নাহ, সাইফুল ইসলাম, এরশাদ আলী, জহুরুল ইসলাম, আলমগীর হোসেন, ওয়াজেদ আলী, জহির উদ্দিন, উমরপুর ইউনিয়নের ইমদাদুল হক, নুরজামাল, শামীম হোসেন, আমির হামজা, মোতালেব হোসেন, ইব্রাহিম হোসেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের নজরুল ইসলাম, লিটন হোসেন, সবুজ হোসেন, মানিক মিয়া, রবিউল ইসলাম ও পাবনার বেড়া উপজেলার রহম আলী।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, মা ইলিশ ধরা বন্ধে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল