রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে জাকিয়া আক্তার কেয়া (১৫) ও চাঁদনী আক্তার (১৫) নামের এই দুই ছাত্রী নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া মডেল স্কুলের নবম শ্রেনীর দুই ছাত্রী কেয়া ও চাঁদনী স্কুলে যাবার পথে সড়ক পার হবার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনী নিহত হয়। মারাত্বক আহত অবস্থায় কেয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সে উঠানোর পর পরই সে মারা যায়।
নিহত কেয়া দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়ার জামাল শেখের মেয়ে এবং চাঁদনী যদু ফকির পাড়ার সালাম মন্ডলের মেয়ে। তারা দুজনই দৌলতদিয়া মডেল স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।
দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ শহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরে নবম শ্রেণির মূল্যায়ন পরীক্ষার জন্য কেয়া ও চাঁদনী স্কুলে আসছিল। স্কুলের সামনে আসার পর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুই স্কুলছাত্রীর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং থানায় এখনো কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল