দিনাজপুরের পার্বতীপুরে এক ভুয়া চিকিৎসক এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৩ সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, পার্বতীপুরের খোলাহাটি রেলবাজারের রহমানিয়া চিকিৎসালয় থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধোপাকল বালাপাড়া এলাকার আবদুল মান্নান শিকদারের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পরিচালক এএসপি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, শনিবার দুপুরে একই উপজেলার ফুলের ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ৩২০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটকরা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার মহেশপুর গ্রামের আকবর আলীর ছেলে সাফিউল ইসলাম (৪৩),পার্বতীপুর উপজেলার হাবড়া গুচ্ছগ্রাম এলাকার উসমান আলীর ছেলে আমিনুল ইসলাম (২২) ও একই এলাকার মৃত মকসেদ আলী বুলুর ছেলে মঞ্জুরুল ইসলাম (২৩)।
তাদের পার্বতীপুর থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা এএসপি আহসান হাবিব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম